প্রকাশিত: রবিবার,২৯ নভেম্বর ২০২০ইং ।। ১৪ই অগ্রাহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ১৩ই রবিউস-সানি,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর :মিজানুর রহমান ঝিলু,লৌহজং : লৌহজংয়ে রূপালী ব্যাংকের শাখা নতুন ভবনে স্থানান্তর ও ব্যাংকিং কার্যক্রম শুরু উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার ঘোড়দৌড় বাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে লৌহজং কলেজ রোডের হোসেন মার্কেটের দোতলা ভবনে ব্যাংকের কার্যক্রম শুরু উপলক্ষে আলোচনা সভায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জহিরের সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার দিদার ছোফেদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের জিএম (ঢাকা উত্তর) সঞ্চিয়া বিনতে আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকটির ডিজিএম জাকির হোসেন বাবলু, এজিএম (নারায়ণগঞ্জ জোনাল অফিস) ফজলুর রহমান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সী ও উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বশিরুল ইসলাম। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। #
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’