প্রকাশিত : সোমবার, ২৯ জুন ২০২০ইং ।। ১৫ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : স্টাফ রিপোর্টার, লৌহজং : মুন্সীগঞ্জের লৌহজংয়ে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া কাউসার বেপারীর মরদেহ দাফন-কাফন করলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ নূর নবী ও দিশারী সংঘের স্বেচ্ছাসেবক টিম।
জানা যায়, গত রোববার সকালে উপজেলার কনকসার ইউনিয়নের পূর্ব নাগেরহাট গ্রামের হাজী বাড়ির কাউসার বেপারী (৫০) ঢাকার এক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা যায়। পরে ঢাকা থেকে নিজ বাসায় লাশটি নিয়ে আসা হলে করোনার সন্দেহে কেউ লাশটির দাফন-কাফন করাতে চায় না। শেখ শাহীন ও জুলহাস দেওয়ান দাফন কাফনের সহযোগিতা চায় লৌহজং উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ নূর নবীর। পরে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ নূর নবীর নের্তৃত্বে দিশারী সংঘের এক ঝাঁক স্বেচ্ছাসেবক টিম নিঃস্বার্থভাবে জীবনের ঝুঁকি নিয়ে রোববার সন্ধ্যায় লাশটির দাফন কাফন সম্পূর্ণ করে।
লৌহজং উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ নূর নবীর সাথে দাফন কাফনে অংশ গ্রহণ করেন- ফজল দপ্তরী, হাফেজ মাওলানা আবুল কালাম, মাওলানা বিল্লাল হোসেন, মনু শেখ, কাদির মোল্লা, দোলন খান, মিঠু খান, বাবু সরদার, মোহন শেখ বাবু, মিঠু ঢালী, সাইদুল ঢালী, সুজন শেখ, রাসেল আলম রাজু, আরিফ হোসেন, বিদ্যুৎ দপ্তরী, আল আমিন হোসেন, ইমরান আহমেদ লিমন, জাহিদ বেপারী, তানজিদ আহমেদ, সিফাত হোসেন, জামিল তালুকদার, মনির হোসেন, আউয়াল, তনু।
নিউজটি শেয়ার করুন .. ..