লৌহজংয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক গ্রেপ্তার

0
373
লৌহজংয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক গ্রেপ্তার

প্রকাশিত:মঙ্গলবার,১০ সেপ্টেম্বর, ২০১৯ ইং ||২৬শে ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর:লৌহজং থেকে প্রতিনিধি: মোঃ রুবেল ইসলাম তাহমিদ:লৌহজংয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট টিম ও পত্রিকার সাংবাদিকসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যায় তাদেরকে উপজেলার নাগেরহাট বাজার থেকে গ্রেপ্তার করেন। সেই রাতেই যাচাই করে তাদের বিরুদ্ধে মামলা হয়। ওই একই সাথে ঢাকা মেট্রো -চ ১৫-১৬৯৮ নং মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

আদী গিরিধারী মিষ্টির দোকান মালিক বিরেন মল্লিক বাদী হয়ে মামলা করেছেন। আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার কৃতদের মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ভূয়া ম্যাজিস্ট্রেট হলো মো. লোকমান হোসেন (৫৮),গাড়ি চালক মো. কবীর হোসেন (২৮),ক্যামেরাম্যান মোঃ কবির (৪২),নাজমুল হক (৩৬),সুমন শেখ (২২),মো. রাজ্জাক (৪০) ও শহিদুল ইসলাম সোহেল (৩৫)।

নাগেরহাট বাজারের ব্যবসায়ীরা জানান,তারা ৭জন একটি মাইক্রোবাস নিয়ে বাজারের কয়েকটি মিষ্টির দোকানে মিষ্টি খায় এবং ভেজাল বিরোধী অভিযান চালায় ।

মিষ্টিতে ভেজাল আছে বলে, সত্যায়িত করে দোকান মালিকদেরকে জেল জরিমানা করার ভয় দেখান। এসময় তাদের মধ্যে একজনকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে কথা বলতে বলেন দোকান মালিকদেরকে ।

তাকে কিছু টাকা দিয়ে মিট করতে বলেন তাদের মধ্যে থাকা ক্যামেরাম্যান মোঃ কবির। এতে দোকানিদের সন্দেহ হলে বাজারের লোকজনদের খবর দেন। এসময় ভূয়া ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক টিম পালিয়ে যাওয়ার চেষ্টাও প্রস্তুতি নিলে দোকানদাররা তাদের আটক করে থানায় খবর দেয়।

লৌহজং থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসাইন জানান, একজন ভুয়া ম্যাজিস্ট্রেট ও কয়েকজন ভুয়া সাংবাদিকসহ ৭ জন মিষ্টির দোকানে গিয়ে ১৫ হাজার টাকা চাঁদা দাবী করলে এলাকাবাসী সন্দেহ করে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তারা স্বীকার করলে রাতে মামলা হয়। আজ তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

দৈনিক চৌকস পত্রিকার ওয়েবসাইট এডমিন আবুল কাসেম টেলিফোনে জানান, লোকমান হোসেন ও আব্দুর রাজ্জাক আমাদের অফিসের লোক, লৌহজংয়ে এসাইনম্যান্ট ছিল। বাকিদের চিনি না।                                                                                                    —–(ভালো লাগলে শেয়ার করুন)

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন