প্রকাশিত: বৃহস্পতিবার,২৬ সেপ্টেম্বর ২০১৯ ইং ।। ১১ই আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ঝিলু-লৌহজং থেকে : ১১৩ তম,১১৪ তম ও ১১৫ তম বিসিএস আইন ও প্রশাসনিক প্রশিক্ষণার্থীদের সঙ্গে লৌহজংয়ে মতবিনিময় সভা হয়েছে। বিসিএস প্রশাসন একাডেমির সহযোগিতায় ও লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় প্রশিক্ষণার্থীদের স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম খান। এসময় স্থানীয় সরকার ও মাঠ পর্যায়ের নানা অভিজ্ঞতা ও কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. শফিকুল আহসান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএস প্রশাসনের সিসি (কোর্স কো-অর্ডিনেটর) মো. কামরুল হাসান,উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোরাদ আলী,ভাইস-চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন,মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
এরপরে দুপুরের আহার শেষে ১৪৭ জনের বিসিএস প্রশিক্ষণার্থী দলটি লঞ্চযোগে নির্মাণাধীন পদ্মা সেতু পরিদর্শনে যান।