লৌহজংয়ে বিসিএস প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময়

0
11

প্রকাশিত:  বৃহস্পতিবার,২৬ সেপ্টেম্বর ২০১৯ ইং ।। ১১ই আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ঝিলু-লৌহজং থেকে : ১১৩ তম,১১৪ তম ও ১১৫ তম বিসিএস আইন ও প্রশাসনিক প্রশিক্ষণার্থীদের সঙ্গে লৌহজংয়ে মতবিনিময় সভা হয়েছে। বিসিএস প্রশাসন একাডেমির সহযোগিতায় ও লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় প্রশিক্ষণার্থীদের স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম খান। এসময় স্থানীয় সরকার ও মাঠ পর্যায়ের নানা অভিজ্ঞতা ও কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. শফিকুল আহসান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএস প্রশাসনের সিসি (কোর্স কো-অর্ডিনেটর) মো. কামরুল হাসান,উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোরাদ আলী,ভাইস-চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন,মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

এরপরে দুপুরের আহার শেষে ১৪৭ জনের বিসিএস প্রশিক্ষণার্থী দলটি লঞ্চযোগে নির্মাণাধীন পদ্মা সেতু পরিদর্শনে যান।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন