প্রকাশিত: বৃহস্পতিবার,১৬ ডিসেম্বর ২০২১ইং।। ২রা পৌষ ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।। ১১ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।
বিক্রমপুর খবর : লৌহজং সংবাদদাতা : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ময়না আক্তার ওরফে হিমু (১০) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার কনকসার ইউনিয়নের কাহেতারা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ময়না স্থানীয় ১ নং সরকারি কাহেতারা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে কাহেতারা গ্রামের হানিফ বেপারির মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার ময়নার বাড়ির পাশে পরিত্যক্ত একটি পুকুরের পাড়ে সাদা বস্তা পড়ে ছিল। কুকুর বস্তাটি টানাটানি করছিল। সেখানে গিয়ে বস্তার মুখ খুলতেই ময়নার লাশ দেখা যায়। পরে স্থানীয়রা লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেয়।
নিহত ময়নার বাবা হানিফ জানান, বুধবার দুপুর থেকে আমার মেয়ে নিখোঁজ ছিল। সম্ভাব্য সকল জায়গায় আমরা খোঁজাখুঁজি করি। গ্রামের প্রতিটা মসজিদে মাইকিং করি।কোথাও খুঁজে পাইনি। মেয়ে নিখোঁজের সংবাদে দিশেহারা হয়ে যাই। আজ সকালে আমার মেয়ের লাশ বস্তাবন্দি অবস্থায় পেলাম। আমার ছোট মেয়েটিকে এভাবে হত্যা করে বস্তায় ভরা হলো। আমাদের তো কারো সাথে কোনো শত্রুতা নেই। কি দোষ ছিল মেয়েটির? যারা আমার মেয়েকে এভাবে মারলো আমি তাদের বিচার চাই।
লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানিয়েছে, শিশুটি গতকাল বুধবার থেকে নিখোঁজ ছিল। শিশুটির গলায় চেপে ধরার দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে শিশুটি পাশবিক নির্যাতনের শিকার হয়েছে বলে ধারণা করছি। তবে প্রকৃত ঘটনা মরদেহ ময়নাতদন্ত শেষে ও তদন্ত সাপেক্ষে বলা যাবে। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন .. ..
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’