প্রকাশিত : মঙ্গলবার,৭ জুলাই ২০২০ইং ।। ২৩শে আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর :স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মায় পানি বেড়ে ১৩ একর জমির বাদাম তলিয়ে গেছে। ফলে এ বছর বাদাম চাষিরা লোকসানের মুখে পড়তে যাচ্ছেন। এ ছাড়া শ্রমিক সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন বাদাম চাষিরা।
চলতি বছর মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার চরে ৫০ একর জমিতে বাদাম রোপণ করেন বাদাম চাষিরা। এবার ফলন ভালো হলেও বাদাম পরিণত হওয়ার আগেই নদীর পানি এসে জমি প্লাবিত হয়েছে। হঠাৎ করেই পানি বাড়ছে পদ্মায় এতে তলিয়ে গেছে উপজেলার ১৩ একর জমির বাদাম ক্ষেত। এদিকে, করোনার কারণে শ্রমিক সংকটে পড়েছেন কৃষকরা। ফলে বাদাম পানিতে প্লাবিত হওয়ার পরেও চড়া দাম দিয়ে শ্রমিক নিতে হচ্ছে চাষিদের। গাছ থেকে বাদাম ছাড়ানোর কাজে সাত ভাগের এক ভাগ বাদাম দিতে হচ্ছে শ্রমিকদের। যারা জমি বর্গা নিয়ে বাদাম চাষ করছেন, তাদের মালিকদের দিতে হচ্ছে চার ভাগের এক।
লৌহজংয়ের কুমারভোগের বাদাম চাষি লাল মিয়া মোল্লা জানান, পাঁচজন মিলে ৪০ বিঘা জমিতে বাদাম রোপণ করেছিলেন। ফলনও ভালো হয়েছিল। কিন্তু পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় বাদামের জমি তলিয়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম জানান, এ বছর উপজেলায় ৫০ একর জমিতে বাদাম আবাদ করা হয়েছে। ফলনও ভালো হয়েছে। চড়া দামে বাদাম বিক্রি করছেন কৃষকরা। তবে শেষের দিকে পানি বাড়লেও বাদাম তোলায় কোনো সমস্যা হবে না আশা করছি। এ ছাড়া বাদাম পচার কোনো আশঙ্কা নেই।
নিউজটি শেয়ার করুন .. ..