প্রকাশিত : শনিবার, ২ মে ২০২০ ইং ।। ১৯ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ।। ৮ রমজান ১৪৪১
বিক্রমপুর খবর : স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ঝিলু, লৌহজং থেকে : মুন্সীগঞ্জের লৌহজংয়ে করোনায় শ্রমিক সংকটের কারণে কৃষকের জমির পাকা ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগ। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার হলদিয়া ইউনিয়নের কারপাশা গ্রামের জাহিদুল ইসলাম মানিক ও মোস্তফাসহ আশপাশের ৪২ শতাংশ জমির ধান কর্মীদের নিয়ে কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমন। করোনা প্রাদুর্ভাবের কারণে শ্রমিক সংকট ও আর্থিক সমস্যার জন্য কৃষক মানিক ছাত্রলীগের সহযোগিতা চান। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমন সাড়া দিয়ে তাঁর নেতাকর্মীদের নিয়ে কৃষকের জমিতে গিয়ে ধান কেটে দেন। কৃষক মানিক বলেন, উপজেলা ছাত্রলীগের এ ভূমিকায় আমি দারুণ খুশি। এখন শ্রমিক সংকটের পাশাপাশি আর্থিক সংকট থাকায় তাঁদের এ সহায়তা আমার মনে থাকবে। এ সময় ধান কাটায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমনের সঙ্গে অংশ নেন জেলা ছাত্রলীগের উপস্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জামাল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জুবায়ের শিকদার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির খান বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, কুমারভোগ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, পারভেজ, সজিব, রবিন, পারভেজ উজ্জ্বল, হাসানসহ আরও অনেকে।