প্রকাশিত : সোমবার, ২০ জুলাই ২০২০ইং ।। ৫ই শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : মিজানুর রহমান ঝিলু স্টাফ রিপোর্টার, লৌহজং : লৌহজংয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাজির আহমেদ (৫৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের মৃত আবদুর রব দর্জির ছেলে ছিলেন। নাজিরের দুই ছেলে ও পাঁচ মেয়ে আছে। নাজির ও তার স্ত্রী সেলিনা বেগম গত শনিবার লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। একদিন পরে রবিবার রাতে শ্বাসকষ্ট নিয়ে মারা যান নাজির। গতকাল সোমবার নাজির ও তার স্ত্রীর নমুনার পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ আসে।
এদিন দুপুরে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সম্পাদক মর্তুজা খানের নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবক টিম মৃত নাজির আহমেদের কবর খোড়াখুড়ি, কাফন, জানাজা ও দাফনের ব্যবস্থা করে। উল্লেখ্য, উপজেলায় করোনায় মৃতদের দাফনের ব্যবস্থা করে থাকে মর্তুজা খানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলটি। এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৪২ জনের দাফন করেছেন তারা। লৌহজং উপজেলায় কোভিড-১৯ সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ১,৮৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এতে ৩৪৩ জন করোনা শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ৭ জন।