লৌহজংয়ে আবাসিক এলাকায় বাণিজ্যিক খামার বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

0
129
লৌহজংয়ে আবাসিক এলাকায় বাণিজ্যিক খামার বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: রবিবার ৩১ জানুয়ারি ২০২১ইং ।। ১৬ই ১৪২৭ মাঘ বঙ্গাব্দ (শীতকাল) , ১৫ই জামাদিউস-সানি,১৪৪২ হিজরী।

বিক্রমপুর খবর :মোঃ রাকিব শেখ,লৌহজং: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব শিমুলিয়া ৯নং ওয়ার্ড এর স্থানীয় বাসিন্দারা আবাসিক এলাকায় বাণিজ্যিক খামার বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলার পূর্ব শিমুলিয়ায় স্থানীয় নারী-পুরুষ,শিশু-বৃদ্ধ এবং সববয়সী মানুষের উপস্থিতিতে তারা প্রথমে মানববন্ধন করেন এবং পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শিমুলিয়া বাজার হতে প্রধান সড়কের প্রায় দেড় কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন খামারের আশেপাশে প্রায় ১শত পরিবার বসবাস করায় এলাকাবাসীরা দূর্গন্ধে বিশেষ করে নারী ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছে এবং দেখা দিচ্ছে বায়ুবাহিত নানান রোগ। খামারের পাশের বাসিন্দা মো. সিরাজ জানান, আমার ছোট দুটো সন্তান ও বৃদ্ধা মা দিনে তিন চারবার বমি করছে এবং প্রচন্ড দূর্গন্ধের কারণে খাবার খেতে না পারায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। ঠিক একই দাবি করেছেন স্থানীয় প্রায় সকল বাসিন্দারা। এরপর এলাকাবাসীরা একত্রিত হয়ে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির এবং লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলমগীর হোসেনের নিকট বাণিজ্যিক খামার বন্ধের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন। এর আগে হলদিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. মোজাম্মেল হক এবং ইউপি সদস্য মো. উদয় খানের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির এবং লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলমগীর হোসেনের উভয়েই জানান পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন খামার মালিক মিলন গাজী।#

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন