লৌহজংয়ের সাতঘড়িয়ায় উন্মুক্ত ওয়ার্ড সভা

0
19
উন্মুক্ত ওয়ার্ড সভায় বক্তব্য রাখেন হলদিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. মোজাম্মেল হক।

প্রকাশিত: শনিবার,২৮ নভেম্বর ২০২০ইং ।। ১৩ই অগ্রাহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ১২ই রবিউস-সানি,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : স্টাফ রিপোর্টার : লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়ায় শুক্রবার বিকেলে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। কার্যকর ও শক্তিশালী ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষে স্থানীয় জনগণের অংশগ্রহণে নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে পরিকল্পনা ও ইউনিয়নের সার্বিক উন্নয়নে হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতঘড়িয়া খেলার মাঠে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ওয়ার্ডের সদস্য মো. রুবেল আহম্মেদ রোমেলের সভাপতিত্বে ও ইউপি সচিব মো. শরীফ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান হাজী মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন হলদিয়া ইউনিয়ন আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মৃধা মহিম। এ সময় আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুক রাজিব, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য শাহিন সরদার, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মানিক লক্ষণ সরকার, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মফিজুর রহমান, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মো. উদয় খান, সংরক্ষিত ইউপি সদস্য লাইজু বেগম, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম মোল্লা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর মাদবর, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ঢালী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজ ঢালী, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র, মাধব চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সেলিম সারেং, শাহীন খান, হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির খান বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারফসহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।#

ছবির ক্যাপশন

উন্মুক্ত ওয়ার্ড সভায় বক্তব্য রাখেন হলদিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. মোজাম্মেল হক।
নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন