লৌহজংয়ের গ্রামের বাড়িতে মাহবুবে আলমের কুলখানি

0
14

প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর ২০২০ইং ।। ১৮ই আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ১৬ই সফর, ১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : লৌহজং সংবাদদাতা : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গ্রামের বাড়িতে গতকাল শুক্রবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। কুলখানি উপলক্ষে হলদিয়া ইউনিয়নের মৌছামান্দ্রা গ্রামের মসজিদে বাদ জুমা অ্যাটর্নি জেনারেলের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিলে বিশেষ দোয়া করা হয়। পরে মাহবুবে আলমের ছোট ভাই মো. নুরুজ্জামানের আয়োজনে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

কুলখানিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিনউদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্যে তার দীর্ঘদিনের সহকর্মী অ্যাডভোকেট হারুন উর রশিদ, হুমায়ুন কবির, মোজাম্মেল হক, আবদুর রকিব মন্টু ও আবদুল আলীম জুয়েল উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুথু, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমেদ মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইলিয়াছ আহমেদ মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সী, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ অ্যাটর্নি জেনারেলের স্ত্রী বিনতা মাহবুব, ছেলে সুমন মাহবুব, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক ব্যক্তিরা।

গত রোববার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

নিউজটি শেয়ার করুন .. ..                 

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

     জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

                   আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন