প্রকাশিত : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।। ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ(হেমন্তকাল)।। ২৪ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলতলা বাজার থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. মাসুম (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে যশলদিয়া গ্রামের লাল মিয়া বেপারীর ছেলে মাসুমকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে থানায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অন্তত চারটি মামলা রয়েছে। সন্ত্রাসী মাসুমের গ্রেফতারের খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। খোঁজ নিয়ে জানা যায়, মাসুমের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদকবিক্রেতা ও মাদকসেবি এবং তাকে যখন-তখন মারধরের কুখ্যাতি রয়েছে। মাসুমের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল বলে জানান সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ। তিনি আরও জানান, কয়েক মাস আগে মাসুম তার মাকে মেরে হাত ভেঙে দিয়েছে। তখন এ ঘটনায় মামলা হয়েছিল। এলাকার যুবক সম্রাট বলেন, মাসুম নিজে মাদকসেবি ও বিক্রেতা এবং এলাকার অন্য মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিয়ে থাকে। শিমুলতলা বাজারের বালু-সিমেন্ট ব্যবসায়ী নাঈম ইসলাম জানান, দুই মাস আগে তার কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা নিয়েছে মাসুম। তিনি আরও জানান, স্থানীয় ড্রেজার ব্যবসায়ী ইসমাইল সারেং, বাবুল পাঠান ও নয়ন মাঝির কাছ থেকে নানা বাহানায় ভয় দেখিয়ে বিভিন্ন অংকের চাঁদা আদায় করেছে মাসুম। পদ্মা সেতু উত্তর থানার ওসি মো. জাকির হোসেন বলেন, আটক মাসুমকে বৃহস্পতিবার মুন্সীগঞ্জ আদালতের জেলহাজতে পাঠানো হয়েছে। মাসুমের বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ রয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com