প্রকাশিত : বুধবার ২৬ মার্চ, ২০২৫খ্রিষ্টাব্দ।। ১২ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ২৫ রমজান, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ে নানা আয়োজন ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায়,আজ মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ভোরে সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে উপজেলা প্রাঙ্গণে অস্থায়ী শহীদ স্মৃতিসৌধে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুর্যাল হিমালয় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন,পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা করা হয়। সকাল ৮টার দিকে উপজেলা কমপ্লেক্স মাঠে পুলিশ বাহিনী, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ডিফেন্স ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে ও শরীররচর্চায় অশগ্রহণ করে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলা ও যেমন খুশী সাজঁ,সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রোকসানা খায়রুন নেছা, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, লৌহজং থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন, পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম প্রমুখ।#
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com