লৌহজংয়ের নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত

0
3
লৌহজংয়ের নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত

প্রকাশিত : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল)।। ১৯ জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত পত্রে ১৮সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত নির্বাহী কমিটিতে সদস্য হয়েছেন মুন্সিগঞ্জের লৌহজংয়ের সন্তান ইব্রাহীম নিরব।

নিরবের পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জ জেলার পদ্মাপাড়ের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নে। সে ঢাকা শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থী। এর আগে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে নিরব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক(জাতীয় বিশ্ববিদ্যালয়ের) হিসাবে দায়িত্ব পালন করেন। আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা রাখেন। আন্দোলন চলাকালে একাধিকবার হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হন।

এই বিষয়ে ইব্রাহীম নিরব জানান, নেতা হওয়ার ইচ্ছা আমার কখনোই ছিলো না, এখনো নেই। এ শব্দটা আমি সবসময় এড়িয়ে চলি। মানুষ, মানুষের জন্য কাজ করবে; আমিও তাই করার চেষ্টা করি। তবে এই মুহুর্তে বহু দায়িত্ব এখন আমার কাঁধে৷ আল্লাহ যেন ইনসাফের সাথে সঠিক দায়িত্ব পালনের তাওফিক দেন। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন। আন্দোলনে লীগ সন্ত্রাসীদের ভয়াবহ নির্যাতনের ফলে দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে আছি। চিকিৎসকরা এখনও পরিপূর্ণ সুস্থতার আশাবাদ জানাতে পারেনি।

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

 ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

 

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন