লৌহজং ও শ্রীনগর উপজেলার বন্যা পরবর্তী জলাবদ্ধতায় মানুষের ভোগান্তি

0
30
লৌহজং ও শ্রীনগর উপজেলার বন্যা পরবর্তী জলাবদ্ধতায় মানুষের ভোগান্তি

প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট ২০২০ইং ।। ৯ই ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : লৌহজং থেকে নাসির খান : বন্যার পানি নেমে গেলেও জলাবদ্ধতার কারণে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে, লৌহজং ও শ্রীনগর উপজেলার বাঘড়া, ভাগ্যকূল, মান্দ্রা, কবুতর খোলা, যশলদিয়া, মাওয়া, মেদিনীমণ্ডল, কুমারভোগ, হলদিয়া, কনকশার, মসদগাঁও সহ বিভিন্ন এলাকায় বন্যার কারনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারনে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে, ঘরবন্দি মানুষের চলাফেরায় সমস্যার সৃষ্টি হচ্ছে। এসব অঞ্চলের গরুর ও হাস মুরগির খামার ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিছু কিছু যায়গার পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে ও এডিস মশার জন্ম নেয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার আশংকা বাড়ছে, এদিকে বন্যার পানি আটকে পড়ায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থেকে মানুষ বাড়ী ফিরতে পারছেন না, এখনো আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবন যাপন করছেন।

স্থানীয়রা শিগগির এই জলাবদ্ধতার নিরসন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। সেই সাথে সরকারি খাল দখল করে যত স্থাপনা নির্মাণ করা হয়েছে এসমস্ত অবৈধ স্থাপনা ভেঙে খালের পুনর্খনন করার দাবী জানান।

নিউজটি শেয়ার করুন .. ..                            

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন