লৌহজংয়ের হাড়িদিয়া গ্রামের বস্তিঘরে আগুনে ৪৬টি ঘর ভস্মীভূত

0
17
ছবিঃ স্টাফ রিপোর্টার সৌরভ

প্রকাশিত:বুধবার ৪ আগস্ট ২০২১ইং।। ২০শে শ্রাবন ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল।। ২৫জিলহজ্জ, ১৪৪২ হিজরী।।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হাড়িদিয়া গ্রামের জহির দেওয়ানের বস্তিতে আগুনে ৪৬টি ঘর ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীনগরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই গ্রামবাসীর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততোক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন করির ও লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসাইন আগুন লাগার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বস্তিঘরের মালিক জহির দেওয়ান জানান, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ মনির দেওয়ান, খোকন মুন্সী, লিটন ঢালী, শরীফ আমার বস্তিতে আগুন দিয়েছে। এর আগেও দুইবার আগুন দিয়েছিল। আশেপাশের লোকজন থাকাতে আগুন নিভাতে পেরেছিলাম। কিন্তু এইবার আগুনে সব শেষ হয়ে গেল।

ছবিঃ স্টাফ রিপোর্টার সৌরভ

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসাইন জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি ঘরের ভেতর থেকে আগুন লাগার সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতর খবর পাওয়া যায়নি। এখানে বহিরাগত দিনমজুর-শ্রমিকেরা পরিবার নিয়ে ভাড়ায় বসবাস করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে, আগুনে তাদের ঘরে থাকা নগদ টাকা, আসবাবসহ মূল্যবান সামগ্রী পুড়ে গেছে। কাঠ ও টিনশেডের তৈরি হাড়িদিয়া গ্রামের এই বস্তিতে ৫০টি ঘরের মধ্য ৪৬টি ঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

https://www.facebook.com/messenger_media/?thread_id=100001961536097&attachment_id=1127530824721322&message_id=mid.%24cAAAAAPiSpZaBQPggX17D7K_RizD7

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।        

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন