প্রকাশিত : শনিবার ১৫ মার্চ, ২০২৫, খ্রিষ্টাব্দ।। ১লা চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ১৪ রমজান, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : লাইমান বিন আবদুল আজিজ আল রাজি একজন বিশিষ্ট সৌদি ব্যবসায়ী এবং আল রাজি ব্যাংকের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা। তার জীবদ্দশায় তিনি প্রায় ১৬ বিলিয়ন ডলার দান করেছেন (কিছু সূত্রমতে, এটি ১৯ বিলিয়ন ডলার)। এভাবে শুধুমাত্র দানের ফলে বিলিয়নিয়ারদের তালিকা থেকে বাদ যায় তার নাম!
তার সম্পদ তিন ভাগে ভাগ করা হয়েছিল—এর মধ্যে দুই-তৃতীয়াংশ দান করা হয়, এবং এক-তৃতীয়াংশ তার পরিবারের জন্য রাখা হয়। এই দাতব্য কাজগুলো মূলত সুলাইমান বিন আবদুল আজিজ আল রাজি চ্যারিটেবল ফাউন্ডেশন পরিচালনা করে, যা সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন স্থানে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ধর্মীয় কার্যক্রম এবং সামাজিক উন্নয়নমূলক কাজে সহায়তা করে।
সুলাইমান বিন আবদুল আজিজের জীবনের সংগ্রাম সত্যিই অনুপ্রেরণাদায়ক। দরিদ্র ঘরে জন্ম নিয়ে তিনি ছোটবেলা থেকেই কাজ শুরু করেন এবং অবশেষে ১৯৫৭ সালে ভাইদের সঙ্গে মিলে আল রাজি ব্যাংক প্রতিষ্ঠা করেন। ব্যাংকটি ধীরে ধীরে বিশ্বের অন্যতম বৃহৎ ইসলামী ব্যাংকে পরিণত হয়। ফলে আল রাজি পরিবার সৌদি আরবের অন্যতম ধনী পরিবারে পরিণত হয়। কিন্তু বিপুল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও সুলাইমান আল রাজি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, এবং বিশ্বাস করতেন যে তার সম্পদ মানুষের কল্যাণে ব্যয় করা উচিত।
তথ্য সূত্রঃ ইতিহাসের গল্প
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com