প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে ২০২০ ইং ।। ৫ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ।। ২৫ রমজান ১৪৪১
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন ও দুস্থদের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগ। রবিবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুই শতাধিক পরিবারের মাঝে স্থানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি প্রধান অতিথি হিসেবে এ খাদ্যসামগ্রী তুলে দেন।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলমগীর কবির খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান খান0 সাজুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, ভাইস-চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ফয়সাল শিকদার, সহ-সভাপতি মোস্তাক হোসেন, দুই যুগ্ম-সম্পাদক হুমায়ুন কবির খোকা মৃধা মর্তুজা খান, সদস্যদের মধ্যে সোলায়মান খান রাজু, রইস আহমেদ রঞ্জু, সাজিদ খান সঞ্জয়, আবু নাসের লিমন, শামিম মোড়ল, শেখ শাহিন, মিঠু খান, রাসেল আলম রাজু, অসীম চৌধুরী, আওলাদ হোসেন, আবু সিনহা রিপন, ফারুক খালাসী, দিদার হাসান মোল্লা প্রমুখ।