যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত

0
5
যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত

প্রকাশিত: মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২, ১ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ (শরৎকাল) ।। ১৭ মহরম,১৪৪৪ হিজরি ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস সারাদেশে যথাযোগ্য মার্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত, কালোব্যাজ ধারণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, শোক র‌্যালি, মিলাদ, দোয়া মাহফিল ও কাঙালি ভোজসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের। ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের সাথে আরো যারা শহীদ হয়েছেন তাদেরকেও স্মরণ করা হয়েছে। তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের পাঠানো খবর-

উলিপুর (কুড়িগ্রাম) : উলিপুরে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও বিপুল কুমার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র আলহাজ মামুন সরকার মিঠু।

কিশোরগঞ্জ (নীলফামারী) : নীলফামারীর কিশোরগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও নূর-ই-আলম সিদ্দিকী। বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান, ওসি রাজিব কুমার রায় ও মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল। এদিকে র‌্যালি শেষে শফিমিয়া মর্ডাণ মাকেটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য দেন সেক্রেটারি মশিয়ার রহমান ও ছাত্রলীগের সভাপতি মাইনুল আরেফিন সপু প্রমুখ।

আটোয়ারী (পঞ্চগড়) : আটোয়ারীতে দিনব্যাপী কর্মসূচির শুভ সুচনা করেন উপজেলা চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম ও ইউএনও মো. মুসফিকুল আলম হালিম।

সুনামগঞ্জ : সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লে­ক্সে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনমুল কবির ইমন প্রমুখ।

মাধবদী (নরসিংদী) : মাধবদীতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য লে. কর্ণেল (অবঃ) মো. নজরুল ইসলাম হিরু বীর প্রতিক। সভাপতিত্ব করেন মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি মো. সালাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ও ব্যপস্থাপনায় ছিলেন মাধবদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন প্রধান মানিক।

ক্ষেতলাল (জয়পুরহাট) : ক্ষেতলাল ইউএনও ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাকিম মন্ডল, ওসি রওশন ইয়াজদানী, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) : আদমদীঘিতে দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও প্রাবনী রায়। বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সদস্য আশরাফুল ইসলাম মন্টু, সহসভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক আবু প্রমুখ।

আমতলী (বরগুনা) : আমতলীতে উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুগ্রুপের উদ্যোগে আলাদা আলাদাভাবে নিজ নিজ দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়েছে। আমতলী সদর রোডের অস্থায়ী কার্যালয়ে সকাল ১১টার দিকে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, আমতলী সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক এম.এ সাঈদ খোকন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ্ মোহাম্মদ সুমন রশিদ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও মামুনুর রশীদ রাতুল, সহসভাপতি মো. নাঈম বিল্লাহ্, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ মো. সাইদুর রহমান, প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম শাওন, প্রমুখ।

বেলাব (নরসিংদী) : বেলাবতে ইউএনও মো. আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান খাঁন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম (নজরুল), ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন ভূঁইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী সাফি প্রমুখ।

ভান্ডারিয়া (পিরোজপুর) : ভান্ডারিয়ায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু জমাদ্দারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, আ.লীগ নেতা হাফিজুর রহমান রশিদ তারেক, উপজেলা যুবলীগ সভাপতি এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমুখ।

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) : ভোলাহাটে দিবনটি উপলক্ষে অনুষ্ঠানে উম্মে তাবাসসুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওসি মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গরিবুল্লাহ দবির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও গোহালবাড়ি ইউপি চেয়ারম্যান মো. ইয়াশিন আলী শাহ।

বগুড়া : বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বরের বটতলায় স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পিবিআই, সিআইডি,এলজিইডি, সড়ক ও জনপথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হাইওয়ে পুলিশ, সিভিল সার্জন, বগুড়া প্রেসক্লাব, জেলা কারাগার, সিভিল ডিফেন্স, উপজেলা প্রশাসন, উপজেলার পরিষদ সহ সরকারি দপ্তরগুলো।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নানা শ্রেণি পেশার মানুষ। কামারখন্দ (সিরাজগঞ্জ) : কামারখন্দে ইউএনও মেরিনা সুলতানা সভাপতিত্বে আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুল্লাহ প্রমুখ।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, ইউএনও আলী রাজিব মাহমুদ মিঠুন, ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, ওসি মো. শামীম অর রশীদ তালুকদার, পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয় এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। এতে ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার এবং আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, ওসি আকবর আলি খান প্রমুখ।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ডের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন। ইউএনও শাহাদাত হোসেনের সভাপতিত্বে শোক সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, ওসি আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মানিক লাল বড়ুয়া, স্বাস্থ্য কর্মকর্তা নুরুউদ্দীন রাশেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী প্রমুখ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শোক র‌্যালি শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। পরে একে আলোচনা সভায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, সাধারণ সম্পাদক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্টসহ অনেকেই।

গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যালি শেষে ইউএনও মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সৈয়দ আমিরুল হক শামীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, ওসি স্বপন কুমার মজুমদার প্রমুখ।

ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয় ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ। আরও বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ গোলাম কবির মোল্লা, উপজেলা চেয়ারম্যান ও সাবেক যুবলীগের সভাপতি মো. মোহাদ্দেছ হোসেন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, অ্যাড. সোহানা জেসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা, ওসি মো. আতিকুর রহমান প্রমুখ।

জয়পুরহাট : জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবি। জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. রফিকুল ইসলাম অসহায়দের হাতে খাদ্য সামগ্রীগুলো তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হক, স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান ও আটাপাড়া বিওপি কমান্ডার সুবেদার মজির হোসেনসহ বিওপির বিজিবি সদস্যরা।

সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, যুগ্ন সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, সাবেক সাংগঠনিক ওবায়দুল হক। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. মুশফিকুর রহমান খান হান্নান, ইউএনও দিপন দেবনাথ, পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, শারমিন আক্তার প্রমুখ।

বাবুগঞ্জ (বরিশাল) : বরিশালের বাবুগঞ্জে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আমীনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) : ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার ও ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।

ইসলামপুর (জামালপুর) : জামালপুরের ইসলামপুরে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় ইউএনও মু. তানভির হাসান রুমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার, ওসি মাজেদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মানিকুল ইসলাম, কৃষি অফিসার এ এল এম রেজোওয়ান, প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদোস মাহমুদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান টিটু প্রমুখ।

মেহেরপুর : মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ও জেলা বাসির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার রাফিউল আলম, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জওয়াহেরুল আনাম সিদ্দিকী, জেলা আওয়ামীলীগের পক্ষে সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের পক্ষে প্রশাসক গোলাম রসুল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, মেহেরপুর পৌরসভা, মেহেরপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ অনেকেই।

ধামইরহাট (নওগাঁ) : ধামইরহাটে দুপুরে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবনীর উপর কুইজ, চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, পৌর মেয়র আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ছাবিনা এক্কা, ওসি মো. মোজাম্মেল হক কাজী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার প্রমুখ।

এদিকে দিবসটি উপলক্ষে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হামিদ উদ্দিন পিএসসি এর উদ্যোগে ৫১ গরীব দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও আলু বিরতণ করা হয়েছে।

কাহালু (বগুড়া) : বগুড়া কাহালুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আল-হাসিবুল হাসান সুরুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, ওসি আমবার হোসেনে, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, রওশন আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান আলী মোল্লা, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মইনুল হক সরকার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান জাহিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি প্রমুখ।

লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। একই সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান জেলা শহরের বিজিবি ক্যান্টিনমোড় সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ আবু জাফর ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একে একে শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার কার্যালয়ের পক্ষে পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম স্বপন, মুক্তিযোদ্ধাদের নিয়ে সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।

মোরেলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভায় ইউএনও মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক, ওসি সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, জেলা পরিষদের সাবেক সদস্য অফরোজা আক্তার লিনা, উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী, বিনয় রায়, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা নির্বাচন অফিসার মোস্তফা কামাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন আকন, উপজেলা প্রসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম প্রমুখ।

জামালপুর : জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবসে জামালপুর জেলা পরিষদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকীবিল্লাহ, সাধারন সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদ ও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেকসহ শতাধিক সরকারি, বেসরাকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময়।

হাটহাজারী (চট্টগ্রাম) : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। এ উপলক্ষে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও আলোচনা সভার আয়োজন করেন। হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মো. আসলাম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যন্যেদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মো. আবুল বাশার, সিনিয়র সহ সভাপতি ন. ম জিয়াউল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ, অর্থ সম্পাদক মো. আবু শাহেদ, নির্বাহী সদস্য শ্যামল নাথ, ক্রীড়া সম্পাদক জাহেদুল আলম, দপ্তর সম্পাদক আবুল মনছুর, প্রচার সম্পাদক মো. আবু নোমান, সহ-প্রচার মো. ওসমান গনি, সাংস্কৃতিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

বেরোবি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ ও উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর, আবাসিক হল, ইন্সটিটিউট, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ ছাত্রলীগ (বেরোবি শাখা), সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

দিবসটি পালন উপলক্ষে বেলা ১১টায় ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা বক্তৃতা করেন। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুর রহমানের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বেরোবি জাতীয় শোক দিবস উদ্‌যাপন কমিটির আহবায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ার, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, ক্যাফেটেরিয়ার পরিচালক উমর ফারুক, বেরোবি শিক্ষক সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিম, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আপেল মাহমুদ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম প্রমুখ।

গাজীপুর : যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ প্রমুখ। এছাড়া একইস্থানে গাজীপুর প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম নেতৃত্বে সাংবাদিকরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. আজমত উল্লাহ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রমুখ নেতৃবৃন্দ। দুপুরে এখানে আলোচনা সভা হয়। এদিকে গাজীপুর সিটি করপোরেশন দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মিলাদণ্ডদোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করে। দলীয় কার্য়ালয় ও গাজীপুর সিটি করপোরেশন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

নরসিংদী : নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘জয়বাংলা চত্তরে’ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান। এদিকে সকাল ১০টায় নরসিংদী পৌরসভা প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু ও ১ নং প্যানেল মেয়র নূর মোহাম্মদ খন্দকার পারভেজসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। পরে নরসিংদী পৌরসভা সেমিনার কক্ষে আলোচনা সভা ও দোয়া শেষে গণভোজের আয়োজন করে নরসিংদী পৌরসভা।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে দিবসটি উপলক্ষে পৌরসভার উদ্যোগে পৌরসভা কার্যালয়ের মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল, পৌরসভার মূল ফটোকে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ৩ দিনব্যাপি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ও শহরের ইদ্রাকপুর কেল্লা সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানু, কাউন্সিলর মো. খায়রুল ইসলাম, কাউন্সিলর সাজ্জাদ হোসাইন সাগর, সরকারি হরগঙ্গা কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি নিবিড় আহমেদ,ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনসহ পৌর কর্মকর্তা কর্মচারীরা।

মিঠাপুকুর (রংপুর) : মিঠাপুকুরে আওয়ামী লীগের উদ্যোগে পৃথক ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বেগম রোকেয়া অডিটরিয়ামে উপজেলা সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচএন আশিকুর রহমান এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রেহানা আশিকুর রহমান, আওয়ামী লীগ নেতা মেসবাহুর রহমান মঞ্জু, ইয়াছিন আলী, আলহাজ্ব রেজাউল কবির টুটুল, মোন্নাফ হোসেন প্রমুখ। অপর দিকে মহাসড়কের অভারব্রিজের নিচে পৃথক শোক সভায় আক্তারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, ভাইস চেয়ারম্যান শামীমা আকতার জেসমিন,আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামরু, নেয়ামুল হক মন্ডল প্রমুখ। অপর দিকে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,এইচএন আশিকুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন প্রমুখ।

(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন