মুড়ি ভাজার পুরাতন উপকরণ বিক্রমপুর জাদুঘরকে দান করেছেন মান্দ্রা গ্রামের ফরহাদ হোসেন মিন্টু

0
46
মুড়ি ভাজার পুরাতন উপকরণ বিক্রমপুর জাদুঘরকে দান করেছেন মান্দ্রা গ্রামের ফরহাদ হোসেন মিন্টু

প্রকাশিত:শনিবার, ৩ জুলাই ২০২১ইং।। ১৯শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ(বর্ষাকাল)।।

বিক্রমপুর খবর :নিজস্ব ডেস্ক : ঝাঁজর, ছাপনা ও আধ্ধা পাওয়া গেল বিক্রমপুর জাদুঘরের জন্য৷ এগুলো মুড়ি ভাজার উপকরণ৷ খোলায় বালুতে চাল গরম করে ঢালা হতো ঝাঁজরে৷ ঝাঁজরের নিচে থাকতো তিন কাঁধওয়ালা ছাপনা৷ এতে বালু জড়ো হয়৷ মুড়ি ভাজা হলে আধ্ধাতে রাখা হতো৷ তিনটি জিনিসই বিক্রমপুর জাদুঘরকে দান করেছেন মান্দ্রা গ্রামের সহপাঠী বন্ধু ফরহাদ হোসেন মিন্টু৷ তাঁর পিতার নাম জহিরুল ইসলাম৷

শ্রীনগর উপজেলার মান্দ্রা গ্রামের ফরহাদ হোসেন মিন্টু অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের শ্রীনগর কেন্দ্রের সাধারন সম্পাদক মুজিব রহমানের সহপাঠী বন্ধু।

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে ফরহাদ হোসেন মিন্টু এবং তাহার পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন৷

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ফরহাদ হোসেন মিন্টুর পাশাপাশি আমরা আশাকরি ফরহাদ হোসেন মিন্টুর মত বিক্রমপুরের সকল মানুষ আগাইয়া আসবেন এবং এ ধরনের ঘরে পড়ে থাকা পুরাতন জিনিসপত্র দান করে বিক্রমপুরের এই যাদুঘরটিকে সমৃদ্ধ করবেন। উল্লেখ্য যে আমরা প্রতিটি বস্তুর প্রাপ্তির পাকা রশিদ বা দান পত্রের কাগজ দিয়ে থাকি এবং প্রদর্শনীতে দাতার নাম, তাহার পিতার নাম, পূর্ণ ঠিকানা এবং সংগ্রাহকের নাম ঠিকানাও থাকে।দর্শনার্থী দেখে যেন তৃপ্তি পায় আমরা তাই করি আপনার দান অক্ষয় থাকুক তাই বলছি পুরাতন জিনিস অযন্তে অবহেলায় ফেলে না রেখে আমাদের খবর দিন আমরা গিয়ে নিয়ে আসবো বা সংগ্রহ করবো।

আপনার সহযোগিতা চাই:

প্রাচীন তৈজসপত্র, পাথর বা অন্যান্য ধাতু/চীনা মাটি ও মাটির নির্মিত থালা, বাসন, ব্যবহার্য সামগ্রী, কৃষি যন্ত্রপাতি, পুরাতন খাট পালং, চেয়ার, টেবিল, আলমারী, পুঁথি-পত্র, বই তালপাতায় বা হাতে বানানো কাগজে হাতে লেখা প্রাচীন গ্রন্থ, মুক্তিযোদ্ধাদের ছবি, শহীদ মুক্তিযোদ্ধাদের ব্যবহার্য জামা-কাপড়, বই-পত্র অন্যান্য সামগ্রী এবং নৌ জাদুঘরের জন্য নৌকা দান করলে জাদুঘরটি সমৃদ্ধ হবে। সকলের সমবেত প্রচেষ্টায় বিক্রমপুর জাদুঘর দেশের মধ্যে একটি উচ্চমানের সমৃদ্ধ সংগ্রহশালা হিসেবে গড়ে উঠুক এটা আমাদের একান্ত কামনা। আমরা চাই আপনিও আমাদের প্রচেষ্টার সহযাত্রী হোন – সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

BIKRAMPUR MUSEUM

Balasur, Shreenagar

Bikrampur , Munshigonj

Organized by

Agrashar Bikrampur Foundation

Please Visit our web

www. agrashar-bikrampur.org

Please visit, Like, Tag, and Share –

https://www.facebook.com/groups/bikrampurjadughur/?ref=group_header

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনhttps://web.facebook.com/AgrasharBikrampurFoundation

মোবাইলঃ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া (বিক্রমপুর জাদুঘরের কিউরেটর)—০১৭১২৫১৯৭৩১,০১৭৫৪৩৫৬২০১

মুজিব রহমান-(অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের শ্রীনগর কেন্দ্রের সাধারন সম্পাদক)- ০১৭১৮২৬৫২৮৬

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন