মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি

0
0
মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি

প্রকাশিত : রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, খ্রিষ্টাব্দ।। ১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ(শীতকাল)।। ০২ শাবান, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগের ৫৮ সদস্যের আহ্বায়ক কমিটি ভেঙ্গে দিয়ে পুনরায় সাত সদস্যের আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে অনুমোদন দেয়া হয়েছে।

শনিবার রাতে নতুন কমিটির অনুমোদন দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
নতুন এই কমিটির আহ্বায়ক হয়েছেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।
সদস্য সচিব হয়েছেন- জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন। মহিউদ্দিন সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের ছোট ভাই।
এছাড়া সদস্য হয়েছেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি মো.আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, যুবদলের সাবেক নেতা আব্দুল বাতেন শামীম, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন।
এর আগে ২০২১ সালের ২৫ আগস্ট সাবেক এমপি আলহাজ্ব আব্দুল হাইকে আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতনকে সদস্য সচিব করে ৫৮ সদস্যের আহ্বায়ক কমিটি দেয়া হয়েছিল। জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল হাই দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে থাকায় তার ছোট ভাই জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে জেলার হাল ধরেন।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর।
আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন