মুন্সীগঞ্জে ৩ হাজার কেজি জাটকা জব্দ,৮ জনকে অর্থদন্ড

0
23
মুন্সীগঞ্জে ৩ হাজার কেজি জাটকা জব্দ,৮ জনকে অর্থদন্ড

প্রকাশিত : বৃহস্পতিবার,  ৯ এপ্রিল ২০২০ ইং ।। ২৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে ৩ হাজার কেজি জাটকা জব্দ করেছে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা। এসময় নিষিদ্ধ জাটকা পরিবহনকারী ট্রাকটিও জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সকালে মুক্তারপুর ব্রিজের টোল প্লাজা থেকে মিনি ট্রাক ভর্তি ৩ হাজার কেজি নিষিদ্ধ জাটকা জব্দ করা হয়। মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কবির হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর ব্রিজের টোল প্লাজার সামনে থেকে ১৯ ড্রাম ভর্তি ৩ হাজার কেজি নিষিদ্ধ জাটকা জব্দ করা হয়।
পরে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ উল সাবেরিন জাটকা পরিবহন ও বাজারজাতের অপরাধে পরিবহনকারী রিয়াজ উদ্দিন (৪৫), তরিকুল ইসলাম (২৩), মোঃ সাদেকুল ইসলাম (৩০) ও মোঃ সুজন (২৬) সহ তাদের সহযোগী আরো ৪ জনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং জব্দকৃত জাটকা মাছগুলো বিভিন্ন এলাকার অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ উল সাবেরিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মৎস্য নিধন ও পরিবহন আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। নিষিদ্ধ জাটকা পরিবহন, সংরক্ষণের সাথে যারা জড়িত তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন