প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ ইং ।। ২৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে ৩ হাজার কেজি জাটকা জব্দ করেছে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা। এসময় নিষিদ্ধ জাটকা পরিবহনকারী ট্রাকটিও জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সকালে মুক্তারপুর ব্রিজের টোল প্লাজা থেকে মিনি ট্রাক ভর্তি ৩ হাজার কেজি নিষিদ্ধ জাটকা জব্দ করা হয়। মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কবির হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর ব্রিজের টোল প্লাজার সামনে থেকে ১৯ ড্রাম ভর্তি ৩ হাজার কেজি নিষিদ্ধ জাটকা জব্দ করা হয়।
পরে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ উল সাবেরিন জাটকা পরিবহন ও বাজারজাতের অপরাধে পরিবহনকারী রিয়াজ উদ্দিন (৪৫), তরিকুল ইসলাম (২৩), মোঃ সাদেকুল ইসলাম (৩০) ও মোঃ সুজন (২৬) সহ তাদের সহযোগী আরো ৪ জনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং জব্দকৃত জাটকা মাছগুলো বিভিন্ন এলাকার অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ উল সাবেরিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মৎস্য নিধন ও পরিবহন আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। নিষিদ্ধ জাটকা পরিবহন, সংরক্ষণের সাথে যারা জড়িত তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।