প্রকাশিত : মঙ্গলবার ২৫ মার্চ, ২০২৫খ্রিষ্টাব্দ।। ১১ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ২৪ রমজান, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশনের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সাড়ে ১০ থেকে সোমবার ভোর রাত পর্যন্ত সদরের সিপাহিপাড়া ও মিরকাদিম এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
তথ্যটি নিশ্চিত করে দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মুন্সীগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) একেএম হাসানুর রহমানের নেতৃত্বে জেলা মৎস্য অফিসের সহযোগিতায় এ অভিযানে ৩ টি জাল তৈরির কারখানা, ২ টি গোডাউন ও ১ টি আয়রন মিলে তল্লাশি করে ৪ কোটি ৯৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং জাল তৈরীর কাজে ব্যবহৃত ৪০ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ১৭৩ কোটি ৪৯ লাখ টাকা ।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিলসমূহ মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com