মুন্সীগঞ্জে সাড়ে তিন টন জাটকা জব্দ, আটক ৩

0
10
মুন্সীগঞ্জে সাড়ে তিন টন জাটকা জব্দ, আটক ৩

প্রকাশিত: বুধবার, ১৭মার্চ ২০২১ইং।। ৩রা চৈত্র  ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।।৩ শা’বান ১৪৪২হিজরী

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরে মুক্তারপুর নৌ-পুলিশের অভিযানে সাড়ে তিন হাজার কেজি জাটকা মাছ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে সদর উপজেলা সংলগ্ন ধলেশ্বরী নদীতে একটি ট্রলার ও মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় সামনে থেকে একটি পিকাপভ্যানে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। এ সময় জাটকা পরিবহনের কাজে জড়িত ৩ জনকে আটক করে পুলিশ।

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ওসি মো: কবির হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মতলবের ষাটনল থেকে ঢাকাগামী একটি ট্রলারকে ধলেশ্বরী নদীতে ও মুক্তারপুর সেতুর টোলপ্লাজা থেকে একটি পিকাপভ্যানে অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার কেজি বিক্রয় নিষিদ্ধ জাটকা মাছ উদ্ধার ও ৩ জনকে আটক করা হয়। পরে বেলা ১২টার দিকে মুক্তারপুর নৌ-ফাঁড়িতে নিবার্হী ম্যাজিষ্ট্রেট শেখ মেজবাউল সাবরিন আটক ৩ জনকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: আব্দুল আলীম, মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতানের উপস্থিতিতে মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মাঝে জাটকা মাছগুলি বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।    

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন