প্রকাশিত :বুধবার,২৭ মে ২০২০ ইং ।। ১৩ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ।।
বিক্রমপুর খবর : মোঃ রুবেল ইসলাম তাহমিদ,মাওয়া থেকে : মুন্সীগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন মারা গেছেন। এতে ৮ জন আহত হয়েছেন।
বুধবার (২৭ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাউশিয়ার পাখির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার মৃত আব্দুল জাব্বারের ছেলে মো কাসির (৩৫), মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আলম বাদশা (২৫) ও ইদু মিয়ার ছেলে মো. ইমরান (২২)। এ ঘটনায় আহত ৮ জনকে স্থানীয় ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভবেরচর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দিন মজুমদার জানান, কুমিল্লা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস (হায়েস) বাউশিয়ার পাখির মোড় থেকে ব্রিজ দিয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে মহাসড়ক থেকে খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলেই ২ জন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। আহত ৮ জনকে ভবের চর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তারা সবাই গাইবান্ধার বাসিন্দা। তবে তাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে কিনা পুলিশের এ কর্মকতা তাৎক্ষণিক বলতে পারেননি।
মরদেহ ভবেরচর পুলিশ ফাঁড়িতে রাখা আছে। মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলে জানান ওসি।
নিউজটি শেয়ার করুন..