প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন ২০২০ ইং ।। ১৯ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ।।
বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ি প্রতিনিধি : ঢাকা-দিঘিরপাড় সড়কের পুরা বাজার বেইলী ব্রিজ কাঠ ভর্তি ট্রাকসহ ধসে পড়ে। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পুরা বাজারে মঙ্গলবার সকাল ৮টার দিকে ব্রিজটি ধসে পড়ে। এতে দিঘিারপার ও আশপাশের এলাকার সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী কবির হালদার জানান, ট্রাকের কাঠ ভর্তি ট্রাক ব্রিজ অতিক্রম করার সময় বিকট শব্দে ব্রিজটি ধসে পরে। তবে ড্রাইভার ও হেলপার অক্ষতবস্থায় উঠে আসতে সক্ষম হয়েছে। ট্রাকসহ ব্রিজটি এখন খাদে পড়ে আছে। লোকজন এখন ট্রলারে করে পার হচ্ছে।
কিন্তু গুরুত্বপূর্ণ এ সড়কটিকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দিঘিরপাড় ও এর আশপাশ ছাড়াও শরিয়তপুর জেলার বেশ কিছু এলাকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
টঙ্গীবাড়ি থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থালে আছেন। ট্রাকটি দ্রত উদ্ধার এবং সড়কটি পূণরায় চালু করার চেষ্টা করা হচ্ছে। এটি সড়ক ও জনপথের সেতু। তবে লোকজনের কোন ক্ষক্ষতি হয়নি।
নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ রইল!