প্রকাশিত: মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২ইং।। ২০শে পৌষ ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।। ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।
বিক্রমপুর খবর : তুষার আহাম্মেদ, মুন্সিগঞ্জ থেকে : মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার আর ব্লগসকাল ১০ টার দিকে সরকারী হরগঙ্গা কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারী হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগেরৄ।ক্ষ আয়োজনে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
এর আগে সকাল ৯ টার দিকে সরকারী হরগঙ্গা কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে আলোচনা সাভায় উপস্থিত হন। আলোচনা সভা শেষে দুপুর ১ টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষীকী উদযাপন করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মো. নিবির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর বেপারী সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ তালুকদার, উপাধ্যক্ষ খান মো. রফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা, সদর উপজেলার ছাত্রলীগ সভাপতি সুরুজ মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লাকুম, শহর ছাত্রলীগ সভাপতি নসিবুল ইসলাম নোবেল, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর ও সরকারী হরগঙ্গা কলেজ শাখার যুগ্ম সাধারন সম্পাদক রায়হান আহমেদ রাফি।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’