প্রকাশিত : সোমবার, ২০ জুলাই ২০২০ইং ।। ৫ই শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : মোঃ রুবেল ইসলাম তাহমিদ লৌহজং মাওয়ার থেকে : বন্যা কবলীত মুন্সীগঞ্জের লৌহজং-শ্রীনগর ও টঙ্গিবাড়ীর পরিস্তিতির আরো অবনতি হয়েছে। পদ্মারর পানি বৃদ্ধি পেয়ে মাওয়ায় বিপদসিমার ৫৮ সেন্টিমিটার ও ভাগ্যকুলে ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহীত হচ্ছে।
ফলে প্রতিদিন নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৪৫ টি গ্রামের প্রায় তিন হাজার পরিবার । পানিবন্দি এসব গ্রামে বিশুদ্ধ পানি সংকটের পাশাপাশি সুখনো খাবারে অভাব দেখা দিয়েছে, নেই পয়নিস্কাশনের ব্যবস্থা ফলে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে পানিবন্দি মানুষ গুলোকে। খোজ খবর না নেয়া ও ত্রান সহায়তা পৌছে না দেয়া সব নানা অভিযোগ রয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তাব্যক্তিদের বিরুদ্ধে।
এদিকে মেঘনা ও ধলেশ্বরী নদীতে পানির চাপ কম লক্ষ করা গেছে। পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম বলেন, গত ৪ দিন ধরে মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলা বন্যা পরিস্তিতির আরো অবনতি হয়েছে। পদ্মার পানির চাপ বেড়ে বিপদসিমার মাওয়ায় ৫৮ ও ভাগ্যকুলে ৬৩ সেন্টিমিটারর উপর দিয়ে প্রবাহীত হচ্ছে। ফলে জেলার লৌহজং-শ্রীনগর ও টঙ্গিবাড়ী উপজেলার নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। তবে মেঘনা ধলেশ্বারী নদীতে পানির চাপ কম রয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..