প্রকাশিত :শনিবার, ২৯ আগস্ট ২০২০ইং ।। ১৪ই ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ৯ই মুহররম, ১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : সংবাদদাতা, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে নির্মাণাধীন রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার পাকিরাপাড়া এলাকার নির্মানাধীন রেল লাইনের পাশের জমি থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে স্থানীয় এক লোক বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পায়। পরে সে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যকে অবহিত করে। সে পুলিশে খবর দেয়। পুলিশ সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করে। অজ্ঞাত পরিচয়ে মৃত পুরুষের বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে খয়েরি রংয়ের ফুলহাতা টি শার্ট ও কালো রংয়ের প্যান্ট রয়েছে।
শ্রীনগর থানার ওসি(তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
নিউজটি শেয়ার করুন .. ..