প্রকাশিত : সোমবার, ২০ জুলাই ২০২০ইং ।। ৫ই শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে সোমবার আরও নতুন ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৫৮৭ জনের করোনা শনাক্ত হলো। সোমবার নতুন ৭ জন সুস্থ হয়েছে। জেলায় এখন করোনা জয়ীর সংখ্যা ১৩৫৭। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন ১ জনের মৃত্যু হয়েছে। তাই জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৯।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, সোমবার নতুন শনাক্ত ১৫ জনের মধ্যে সদর উপজেলায় ৮ জন, সিরাজদিখান উপজেলায় ২ জন, লৌহজং উপজেলায় ২, শ্রীনগর উপজেলায় ২ এবং গজারিয়া উপজেলায় ১ জন করোনা শনাক্ত হয়েছে। টঙ্গীবাড়ি উপজেলায় এ দিন কোনো করোনা শনাক্ত হয়নি। তিনি আরও জানান গেলা ২৪ ঘন্টায় ১০২টি রিপোর্ট এসেছে। জেলায় ১২ হাজার ২০৫ টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এর মধ্যে রিপোর্ট এসেছে ১১ হাজার ৯৮৮ টি।
সদর উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ১০৯৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪১৯ জন আর মারা গেছেন ২৭ জন। টঙ্গীবাড়ি উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ২৩৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০০ জন আর মারা গেছেন ৯ জন। সিরাজদিখান উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ৪০৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩২১ জন আর মারা গেছেন ৯ জন। লৌহজং উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ৩৪৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬৮ জন, মারা গেছেন ৭ জন। শ্রীনগর উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ২৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১২ জন আর মারা গেছেন ৪ জন। গজারিয়া উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ২৬৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩৭ জন আর মারা গেছেন ৩ জন।
নিউজটি শেয়ার করুন .. ..