প্রকাশিত: সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ইং।। ১৩ই পৌষ ১৪২৭ বঙ্গাব্দ(শীতকাল)।। ১২ই জমাদিউল-আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মুন্সীগঞ্জের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ভবনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অতিরিক্ত সচিব (পরিচালক প্রশাসন) হারুন অর রশিদ মোল্লা, (পরিচালক মূল্যায়ন ও পরীক্ষণ) ইফতেখারুল ইসলাম, উপসচিব (প্রশাসন) শায়লা ইয়াসমিন, কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট সৈয়দ আশরাফুল উল ইসলাম, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, মুন্সীগঞ্জ জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুলবুল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এর সার্বিক সহযোগিতায় মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়টি ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মৌলিক এই প্রশিক্ষণে অংশ নেন ২২৫ জন সদস্য। প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’