মুন্সীগঞ্জে দিনব্যাপী বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট ও সচেতনতামূলক অভিযান

0
15
মুন্সীগঞ্জে দিনব্যাপী বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট ও সচেতনতামূলক অভিযান

প্রকাশিত : শনিবার, ৩০ মে ২০২০ ইং ।। ১৬ই জ্যৈস্ঠ  ১৪২৭ বঙ্গাব্দ।।

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : গতকাল শুক্রবার মুন্সীগঞ্জ জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের নির্দেশে মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে দিনব্যাপী মোবাইল কোর্ট ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার সকাল থেকে জেলা সদরের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আঁখিনুর জাহান নীলা। সুপার মার্কেট, বড়বাজার, নয়াঁগাও, মুক্তারপুর, রিকাবীবাজার, মিরকাদিম, সিপাহীপাড়া, রামপাল, হাসপাতাল রোড প্রভৃতি এলাকাসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় পুলিশ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।
ঈদ পরবর্তী সময়েও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট চলমান আছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। (প্রেস বিজ্ঞপ্তি)

 নিউজটি শেয়ার করুন..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন