প্রকাশিত:মঙ্গলবার, ৯মার্চ ২০২১ইং।। ২৪শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ২৪ রজব ১৪৪২হিজরী
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে সোয়া শ’ কোটি টাকারও অধিক মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড পাগলা ও গাজারিয়া স্টেশনের সদস্যরা। এসব জালের দৈর্ঘ্য ৩ কোটি ৩৪ লাখ ১ হাজার ৫ শ’ মিটার। এসময় ১৯ ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর রাত আড়াইটা থেকে দুপুর ৩ টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদা উপজেলার মুক্তারপুর ব্রীজ সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।
কোস্টগার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার ভোর রাত ২ টা ৩০ থেকে দুপুর ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান পাগলা ও স্টেশান গজারিয়া কর্তৃক মুন্সীগঞ্জ সদর থানার মুক্তারপুর ব্রীজ সংলগ্ন ফিরিঙি বাজার, পঞ্চসার, গুশাইবা, দূর্গাবাড়ি, বাস্তহারা এলাকার দশটি কারখানায় অভিযান পরিচালনা করে ১৯ জন আসামীসহ ৩ কোটি ৩৪ লক্ষ ১হাজার ৫০০ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার পাগলা লেঃ এম আশমাদুল এর নেতৃতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত এলাকার দশটি কারখানা (তম্নয় ফিসিং নেট ইন্ডাঃ লিঃ, হাবিব ফিসিং নেট ইন্ডাঃলিঃ, জয়নাল ফিসিং নেট ইন্ডাঃলিঃ, রহিম ফিসিং নেট ইন্ডাঃলিঃ, জয়নাল ফিসিংনেট ইন্ডাঃ, সুমন ফিসিংনেট ইন্ডাঃবাচ্চু ছৈয়াল ফিসিংনেট ইন্ডাঃমানিক ফিসিংনেট ইন্ডাঃ, খোকন ফিসিংনেট ইন্ডাঃ, মের্সাস তালুকদার ফিসিংনেট ইন্ডাঃ ও একতা ফিসিংনেট ইন্ডাঃলিঃ) থেকে সর্বমোট ৩ কোটি ৩৪ লক্ষ ১হাজার ৫০০ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১০০কোটি ২০ লক্ষ ৪৫ হাজার টাকা। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, মোঃ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শিহাবুল আরিফ (সহকারী কমিশনার-ট্রেজারী শাখা)। পরর্বতীতে আটককৃত আসামীসহ জব্দকৃত জালগুলো মুন্সীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।#
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।