মুন্সীগঞ্জের মাওয়ায় আধুনিক পদ্ধতিতে সেনাবাহিনীর খাদ্য উপহার

0
32
মুন্সীগঞ্জের মাওয়ায় আধুনিক পদ্ধতিতে সেনাবাহিনীর খাদ্য উপহার

প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল ২০২০ ইং ।। ১২  বৈশাখ  ১৪২৭ বঙ্গাব্দ।  ১ রমজান ১৪৪১

বিক্রমপুর খবর : স্টাফ রিপোর্টার লৌহজং থেকে : ‘সকলের তরে সকলে আমরা’ এই শ্লোগানকে সামনে রেখে আর্তমানবতার সেবায় সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে কর্মহীন, দরিদ্র ও মধ্যবিত্ত ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিলেন বাংলাদেশ সেনাবাহিনী ৯৯ কম্পোজিট ব্রিগেড। সেনাবাহিনীর নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে প্রথম ধাপে তিন হাজার পরিবার পাবে এ খাদ্য উপহার।

শনিবার বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনি মণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শুরু হয়েছে এ বিতরণ। এ খাদ্য বিতরণ কার্যক্রম আগামী দুই মাস পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

এর আগে খাদ্য উপহার গ্রহণকারী ৩ হাজার পরিবারের তথ্য তৈরি করা হয়। রূপান্তর করা হয় পাঞ্চ কার্ডে। বসানো হয় স্ক্যান মেশিন। খাদ্য উপহার নেয়ার সময় স্ক্যানমেশিনে বা কম্পিউটারে প্রেস করলেই চলে আসে গ্রহণকারীর তথ্য। পরে কার্ডধারীরা তাদের নিজের পছন্দমত খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন। এটা সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে। সেনাবাহিনীর এমন উদ্যোগে স্বস্থি প্রকাশ করেছেন উপহার গ্রহণকারীরা।

‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’ এ প্রত্যয় ব্যক্ত করে কমান্ডার ৯৯ কম্পোজিট ব্রিগেড মাওয়া ব্রিগিডিয়ার জেনারেল খন্দকার তৌহিদ মুরাদ বলেন, করোনা প্রার্দূভাবে কর্মহীন, ক্ষতিগ্রস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য উপহার পৌঁছে দেয়ার লক্ষে আমাদের নিজেস্ব উদ্যোগে এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এই খাদ্য উপহার সামগ্রীতে আমাদের সৈনিকদের জন্য বরাদ্ধকৃত খাদ্য সংযোগ করা হয়েছে। যা সম্পৃর্ণ ৯৯ কম্পোজিট ব্রিগেডের নিজেস্ব উদ্যোগ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লে: কর্নেল খন্দকার মোস্তাফিজুর রহমান, অধিনায়ক ৯৯ কম্পোজিট ব্রিগেড মাওয়া।

এদিকে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে দেশের সর্বপ্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি বন্ধ রয়েছে দোকান পাট, হোটেল-রেস্তরাঁ, ব্যবসা প্রতিষ্ঠান। ভাইরাসের এ প্রকোপ ঠেকাতে সরকারের দেয়া এক মাসের বেশি ছুটিতে ব্যবসা-বাণিজ্য, অফিস আদালত বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গ্রামাঞ্চলের দিনমজুর ও শ্রমজীবী মানুষ। এর বিস্তার রোধে মাওয়ায় সেনা সদস্যবৃন্দের নেতৃত্বে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে জেলা ও উপজেলার কয়েকটি গ্রামে বাড়িতে বাড়িতে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হয়। করোনা ক্ষতিগ্রস্থদের জন্য সাহাজ্যের এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন