মুন্সিগঞ্জ সদরে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নৈশপ্রহরী গণপিটুনি

0
1
মুন্সিগঞ্জ সদরে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নৈশপ্রহরী গণপিটুনি

প্রকাশিত : মঙ্গলবার ২৫ মার্চ, ২০২৫খ্রিষ্টাব্দ।। ১১ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ২৪ রমজান, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জ সদরে এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক নৈশ্যপ্রহরীকে আটক করে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধরা। পরে গুরুতর অবস্থায় অভিযুক্ত আবুল হোসেনকে (৬০) উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

ভুক্তভোগীর শিশুটির পরিবারের অভিযোগ, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক অনুষ্ঠানে যায় শিশুটি। পরে ওই শিশু শিক্ষার্থীর সঙ্গে নির্যাতনের চেষ্টা চালান স্কুলের নৈশপ্রহরী অভিযুক্ত আবুল হোসেন। এর কিছুক্ষণ পরে স্কুলে শিক্ষকদের উপস্থিতি টের পেয়ে ওই শিশুকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে, রাতেই স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদিকে এ ঘটনা জানাজানি হলে আজ মঙ্গলবার সকালে অভিযুক্তকে ওই স্কুল মাঠে আটক করে স্থানীয় লোকজন। এ নিয়ে শুরু হয় উত্তেজনা। পরে অভিযুক্তকে পগণপিটুনি দেন বিক্ষুব্ধরা।
নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন