প্রকাশিত: সোমবার,১৯ অক্টোবর ২০২০ইং ।। ৩রা কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ০১ রবিউল আউয়াল,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জ সদর উপজেলায় অভিনব পন্থায় ল্যাগেজে লুকিয়ে মা ইলিশ মাছ নেওয়ার সময় মো.মিথুন খান(২৭) নামে এক ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ।
নিজস্ব প্রতিনিধি সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার খাসকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের কারাদন্ড দেওয়া হয়।
আটককৃত মিথুন খানের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার জাজিরা কুঞ্জনগর এলাকায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনিচুর রহমান জানান,আইন অমান্য করে অভিনব কায়দায় মিথুন কাপড়ের লাগেজে মা ইলিশ নিয়ে তাঁর দুই বোনের বাড়ি যাচ্ছিলো। খাসকান্দি এলাকায় আসলে ল্যাগোজটি দেখে পুলিশের সন্দেহ হয়। এ সময় লাগেজ খুলতেই তার ভেতর থেকে মা ইলিশ বেড়িয়ে আসে। প্রায় ৪০ কেজি মাছ লাগেজে ছিল।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাউল সাবেরিন জানান, আটক মিথুনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। উদ্ধারকৃত মাছ মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’