প্রকাশিত: সোমবার,২ নভেম্বর ২০২০ইং ।।১৭ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।।১৫ই রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : টঙ্গিবাড়ী প্রতিনিধি : মুক্তিযুদ্ধের সংগঠক, টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এবং মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রয়াত কাজী গিয়াস উদ্দিন আহম্মেদ ওরফে “বাচ্চু কাজী’র” স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় একধিক ক্যাটাগরিতে ২৫ জনকে গুনীজন সম্মাননা প্রদান করা হয়েছে। গত শুক্রবার (৩০ অক্টোবর ) বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যান সংস্হার উদ্যোগে টঙ্গিবাড়ী উপজেলার ধামারন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রয়াত কাজী গিয়াস উদ্দিন আহম্মেদ “বাচ্চু কাজী’র” রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ড নিয়ে স্মৃতিচারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের সংগঠক ও আলদীবাজারের প্রতিষ্ঠাতা সভাপতি এব কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের জনপ্রিয় ও সফল চেয়ারম্যান প্রয়াত “বাচ্চু কাজী’র” স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি জগলুল হাওলাদার ভুতু।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক মুন্সীগঞ্জের খবর’র সম্পাদক-প্রকাশক অ্যাডভোকেট সোহানা তাহমিনা। সম্মানীত অতিথির বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক লেকচারার কাজী এম আহম্মেদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত আ’লীগ নেতার ছোট ছেলে কাজী সাব্বির আহমেদ দীপু, টঙ্গিবাড়ী থানার ওসি হারুন-অর-রশীদ এবং সম্মানীত অতিথি হিসেবে টেলিবার্তায় বক্তব্য রখেন প্রয়াত বাচ্চু কাজীর নাতি-নাতনী জনপ্রিয় কন্ঠশিল্পি বালাম ও জুলি। এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রয়াত বাচ্চু কাজীর মেঝ ছেলে কাজী তারিক আহম্মেদ।
অনুষ্ঠিত স্মরণ সভায় প্রয়াত বাচ্চু কাজীর স্মৃতি ধরে রাখতে তার সম্মানে মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা্ ইয়াসমিন এমিলির সহযোগিতা নিয়ে ধামারণ রহিমগঞ্জ বাজার-আলদীবাজার-দিঘিরপাড় সড়কটি “বাচ্চু কাজী সড়ক” হিসেবে নামকরণ করার উন্মোচনের ঘোষনা দেন উপজেলা চেয়ারম্যান জগলুল হাওলাদার ভুতু। এ সময় উপস্থিত সবাই করতালি দিয়ে তা দ্রুত কার্যকর করার আহবান জানান। পরে ২৫ জনকে গুনীজন সম্মাননা প্রদান করা হয়।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’