মায়ের লাশের পাশে শুধু দেড় বছরের শিশুটি, এলো না কেউ!

0
11
মায়ের লাশের পাশে শুধু দেড় বছরের শিশুটি, এলো না কেউ!

প্রকাশিত: শনিবার, ১মে  ২০২১ইং।। ১৮ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)। ১৮ রমজান ১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :ভারতের পুনে শহরের একটি ঘর থেকে এক মৃত মা ও তার দেড়বছরের শিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের আগে দুইদিন ধরে তার মরদেহ ওই ঘরের মেঝেতে পড়েছিলো। প্রতিবেশীরা সন্দেহ করলেও করোনার কারণে তারা ভেতরে প্রবেশ করেনি। পরে মরদেহ পঁচে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেয় বাড়ির মালিক। পুলিশ এসে মৃত মায়ের পাশ থেকে উদ্ধার করে শিশুটিকেও। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনিডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার পুনের পিমপ্রি চিনচওয়াদ এলাকার ওই বাড়িটির দরজা ভেঙে পুলিশ ভেতরে গিয়ে ওই নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, গত শনিবার ওই নারী মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের সময়ও প্রতিবেশীরা ওই শিশুকে ধরতে এগিয়ে আসেননি।

এনিডিটিভি জানায়, প্রতিবেশীরা কুণ্ঠা বোধ করলেও পুলিশ কনস্টেবল সুশীলা গাবহালে ও রেখা ওয়াজে শিশুটিকে কোলে তুলে নেন। সুশীলা গাবহালে বলেন, ‘আমারও দুটি সন্তান আছে। একটির বয়স আট, অন্যটির ছয় বছর। এই শিশু আমার নিজের সন্তানের মতো। তাকে দুধ দেওয়ার পর একটানে খেয়ে ফেলে সে। প্রচণ্ড ক্ষুধার্ত ছিল সে।’

সুশীলার আরেক সহকর্মী রেখা বলেন, শিশুটির সামান্য জ্বর রয়েছে। তা ছাড়া সে সুস্থ আছে। তিনি বলেন, ‘আমরা যখন শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যাই, তখন তার সামান্য জ্বর ছিল। চিকিৎসক আমাদের বলেছেন ভালো করে খাওয়াতে, বাকি সব ঠিক আছে। শিশুটিকে পানি দিয়ে বিস্কুট খাওয়ানোর পর তাকে করোনা টেস্টের জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

শিশুটির করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাকে সরকারি শিশুকেন্দ্রে পাঠানো হয়েছে। তবে শিশুটির মায়ের ময়নাতদন্তের রিপোর্ট এখনো আসেনি। এমনকি তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না, তাও জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন