লৌহজংয়ে ৫শ’ কেজি জাটকা জব্দ, জরিমানা

0
20
ভ্রাম্যমাণ আদালত লৌহজংয়ে ৫শ' কেজি জাটকা জব্দ, জরিমানা

প্রকাশিত : শুক্রবার,২০ মার্চ ২০২০ ইং ।। ৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ঝিলু-লৌহজং : করোনাভাইরাস ও বাজারের অস্থিতিশীল অবস্থা প্রতিরোধে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৫০০ কেজি জাটকা জব্দ এবং বিভিন্ন ব্যক্তিকে সাড়ে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

হলদিয়া বাজারের খাবারের হোটেলে বেসিন, হ্যান্ডওয়াশ ও পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ না থাকায় মো.রফিককে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে

এ সময় ভোক্তা অধিকার আইনে উপজেলার মাওয়া বাজারের মুদি দোকানে অতিরিক্ত দামে চালসহ অন্যান্য দ্রব্যসামগ্রী বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে ফিরোজ শেখকে পাঁচ হাজার, একই বাজারে অতিরিক্ত দামে মাস্ক বিক্রির অপরাধে নবিন হাসানকে দুই হাজার এবং হলদিয়া বাজারের খাবারের হোটেলে বেসিন, হ্যান্ডওয়াশ ও পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ না থাকায় মো. রফিককে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পরে লৌহজং থানার ওসি আলমগীর হোসাইনের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন বাজারের জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।

এদিকে একই দিন উপজেলার মাওয়া মৎস্য আড়তে অভিযান চালিয়ে ৫০০ কেজি জাটকা জব্দ ও দু’জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু.রাসেদুজ্জামান।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে মাওয়া মৎস্য আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০০ কেজি জাটকা জব্দ এবং বিক্রেতা শ্রীধাম ও ক্রেতা কানু নামে দু’জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ,সহকারী মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার,দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এমরান তালুকদার ও জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা কামরুল ইসলাম।জব্দ করা জাটকা উপজেলার বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন