প্রকাশিত :বুধবার,২৫ মার্চ ২০২০ ইং ।। ১১ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :স্টাফ রিপোর্টার লৌহজং থেকে :আজ মাইজগাঁও গ্রামের বাসিন্দা, বৌলতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বৌলতলী ইউনিয়ন বি এন পি’র সাধারণ সম্পাদক হাজী আব্দুস সালাম মোল্লা আজ ২৫শে মার্চ ২০২০ ইং বিকাল সাড়ে ৪টায় ইন্তেকাল করেন।( ইন্নালিল্লাহি……… রাজিউন)।
তিনি সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল ছামাদ মোল্লার বড় ছেলে।তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান সহ অনেক গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আজ বাদ এশা ঢাকার মিটফোর্ডে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল ২৬ শে মার্চ সকাল ১০ টায় মাইজগাঁও জামে মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে পয়শা কবরস্থানে তাকে দাফন করা হবে।