প্রকাশিত : বুধবার, ৩ জুন ২০২০ ইং ।। ২০ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ।।
বিক্রমপুর খবর : অফিস ডেস্ক : লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হাজি আমির হোসেন তালুকদার গত সোমবার করোনা শনাক্ত হয়েছে। তিনি করোনার লক্ষন ছাড়াই সন্দেহ বশত্ পরিবারের সকল সদস্যের সোয়াব পরীক্ষা করান। তবে তার নিজেরটা ব্যতীত অন্যান্য সকলের ফলাফল নেগেটিভ আসে।
বেজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ আমির হোসেন তালুকদার করোনা ভাইরাসের এই মহামারীর সময় বেজগাও ইউনিয়নের প্রতিটি জনগণকে খোঁজ খবর নিয়ে এবং সচেতনতামূলক মিটিং করে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসিতেছিলেন।
গত সোমবার এই পজেটিভ ফলাফল জানতে পেরে তিনি আইসোলেশনে চলে যান। বর্তমানে তিনি নিজ বাসায় হোম আইসোলেশনে (নিবিড় পরিচর্যায়)আছেন।
এখানে উল্লেখ্য যে, তিনি পজেটিভ ফলাফল জানতে পেরেই সকলকে আরোও সাবধান হতে বলেছেন। আরো সচেতন হওয়া এবং সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় চলাফেরা ও সকল কার্যাদি পরিচালনা করা উচিত বলে তিনি মনে করেন এবং সেভাবেই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন।
বেজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হাজি আমির হোসেন তালুকদার সকলের নিকট দোয়া চেয়েছেন।
নিউজটি শেয়ার করুন .. ..