প্রকাশিত: শুক্রবার , ৩০ জুন ২০২৩।। ১৬ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১১ জিলহজ, ১৪৪৪ হিজরি।। বিক্রমপুর খবর : অফিস ডেস্ক : একটানা বৃষ্টিতে বদলে গেছে নগরবাসীর ঈদ আনন্দের চিরচেনা চিত্র। বৈরী আবহাওয়ার কারণে হাতিরঝিলসহ রাজধানী অধিকাংশ বিনোদন কেন্দ্র ফাঁকা। এরমাঝেও প্রিয়জনকে নিয়ে উপভোগের চেষ্টা অনেকের। মিজান আহমেদের প্রতিবেদন।
দুপুরের পর থেকেই একটানা বৃষ্টি। বিলাসী মনে মেঘের এই কান্না আবেগের সঞ্চার করলেও, বাড়ায় ভোগান্তি। ছুটির দিনে ভ্রমন পিয়াসীদের পচ্ছন্দের গন্তব্য হাতিরঝিল। বৃষ্টির উপভোগে ফুড কোর্টে ছিল ঘুরতে আসা মানুষের ভিড়।উপভোগ্য বৃষ্টিও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় নিন্ম আয়ের মানুষের।
বৃষ্টিতেও থেমে নেই নৌকায় ঘুরে বেড়ানো। তবে ছিলো না কোনো ভীড়।
সংসদ ভবন, চন্দ্রিমা উদ্যানেও নেই দর্শনার্থীর আনাগোনা। টানা বৃষ্টির যন্ত্রণাও ঈদ বিনোদনে কাউকে কাউকে প্রিয়জন থেকে আলাদা করতে পারেনি।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
নিউজ ট্যাগ: