বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে লৌহজংয়ে আলোচনা সভা ও র‌্যালি

0
34
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে লৌহজংয়ে আলোচনা সভা ও র‌্যালি

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ইং ।। ৩০শে আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২৮শে সফর,১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় হাত ধোয়া, আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেনিংশ সেন্টার কক্ষে আলোচনা সভা শেষ করে উপজেলা পরিষদের প্রধান সড়কে র‌্যালি বের করা হয়। লৌহজং উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিমা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোপাজ্জল হোসেন তপন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. এমরান তালুদার, উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ কামরুল ইসলাম, স্যানিটেশন ইন্সপেক্টর মো.নাজমুল হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন .. ..                   

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন