প্রকাশিত: মঙ্গলবার,২০ এপ্রিল ২০২১ইং।। ৭ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)।। ৭ রমজান ১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :বাংলাদেশের নেয় বরিশাল বিভাগেও কয়েক সপ্তাহ ধরে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এর সাথে হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে বরিশালে ডাইরিয়া রুগীর প্রকোপ। এর ফলে সংকট দেখা দিয়েছে আইভি স্যালাইন ও খাবার স্যালাইনের। আজ ২০ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল এর নিজ উদ্যোগে বরিশাল বিভাগের ৬ জেলায় ৩০ হাজার খাবার স্যালাইন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আবদুর রাজ্জাক, পরিচালক বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল ডাঃ বাসুদেব কুমার দাস, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, জেলা প্রশাসক ঝালকাঠি মোঃ জোহর আলী, সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেনসহ বরিশাল বিভাগের অন্যান্য জেলার সিভিল সার্জন বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল বরিশাল বিভাগের ৬ জেলায় ৫ হাজার করে মোট ৩০ হাজার খাবার স্যালইন বিতরণ করেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।