বিক্রমপুরের পাঁকের ঘরের স্বাদে মাস্টারশেফ অস্ট্রেলিয়া-২০২১; রান্নার আইটেম

0
49
বিক্রমপুরের পাঁকের ঘরের স্বাদে মাস্টারশেফ অস্ট্রেলিয়া-২০২১; রান্নার আইটেম

প্রকাশিত: বুধবার, ১৪ জুলাই ২০২১ইং।। ৩০শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল)৩রা জিলহজ্জ, ১৪৪২ হিজরী।

বিক্রমপুর খবর : নিজস্ব ডেস্ক : বিক্রমপুরের পাঁকের ঘরের স্বাদে মাস্টারশেফ অস্ট্রেলিয়া-২০২১ এ কিশোয়ার চৌধুরীর রান্নার অন্যতম জনপ্রিয় প্রতিযোগী কিশোয়ার চৌধুরী পুরো প্রতিযোগিতায় একের পর এক চমক দেখিয়েছেন।

তার রান্না করা কালা ভুনায় মুগ্ধ হয়েছিলেন মাস্টারশেফ অস্ট্রেলিয়ার বিচারকরা।

এরপর লাউ চিংড়ি,

বেগুন ভর্তা,

খিচুড়ি,

আমের টক,

খাসির রেজালা,

ফুচকা,

চটপটি,

সমুচার রেসিপি দিয়ে রীতিমতো মাতোয়ারা করেন সবাইকে। বিদেশের প্রতিযোগিতায় এভাবে দেশী রেসিপি দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এ নারী।

পরিবারের সঙ্গে কিশোয়ার চৌধুরী ছবি- মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সৌজন্যে

কিশোয়ার চৌধুরীর বাবা একজন বীর মুক্তিযোদ্ধা,বাড়ি বিক্রমপুরে।মায়ের বাড়ি পশ্চিমবঙ্গের বর্ধমানে। অর্ধ-শতাব্দী আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এ দম্পতি। সেখানেই জন্ম হয় কিশোয়ারের। বিদেশে বসবাস করলেও নিজ দেশের ভাষা, সংস্কৃতিচর্চা সবই বজায় রেখেছেন কিশোয়ারের বাবা-মা, আর সেটি ধারণ করতে সন্তানদেরও উৎসাহিত করেছেন।

তাকে‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’র ১৩তম সিজনের তারকা হিসেবে দেখেছেন স্থানীয় গণমাধ্যমগুলোও। শীর্ষস্থানীয় পত্রপত্রিকাগুলোতে প্রতিনিয়ত করেছেন কিশোয়ারের বন্দনা।

নিউজটি শেয়ার করুন .. ..               

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন