প্রকাশিত: বুধবার,২৯ ডিসেম্বর ২০২১ইং।। ১৪ই পৌষ ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।।২৪ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বান্দরবনের সাঙ্গুয়া নদীতে গোসল করতে নেমে লাশ হয়ে ফিরেছেন মুন্সিগঞ্জের গজারিয়ার ৩ ভাই বোন। নিহত মারিয়া, আহনাফ ও আদনীন জেলার গজারিয়ার বালুকান্দি এলাকার বাসিন্দা।
জানা যায়, গত বুধবার (২২ ডিসেম্বর) ফতুল্লা থেকে তারাসহ ১০ জনের একটি টিম বান্দরবান যান। ওঠেন শহরের হোটেল দ্য প্যারাডাইসে। প্রথম দুদিন মেঘলা, নীলাচল, নীলগিরিসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরেছেন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে তাদের ফেরার কথা। সকালে হোটেলে ব্যাগ, কাপড় গুছিয়ে বের হন নৌকাভ্রমণে। শহরের ক্যাচিংঘাটা থেকে শ্যালো ইঞ্জিনের নৌকা নিয়ে চলে যান বেতছড়ার বাধরা ঝরনায়। সেখানে বেলা ১১ টায় গোসলে নেমে তিনজনই পানিতে তলিয়ে যায়।
মারিয়াকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিখোঁজ থেকে যান মারিয়ার খালাতো ভাই আহনাফ ও বোন আদনীন। পরে শনিবার (২৫ ডিসেম্বর) পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাদেরও লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নিহতদের আত্মীয় তানিশ বলেন, নদীর স্বচ্ছ পানি দেখে আটজন গোসল করতে নামি। প্রায় ৪০ মিনিট পানিতে গোসলের পর বুঝতে পারি, আমার পায়ের নিচে মাটি নেই। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকি। ওই মুহূর্তে আমাকে বাঁচাতে সবাই নদীতে নামেন। পরে টেনে তোলেন। ততক্ষণে ভাইবোন নিখোঁজ হয়ে যান। হাঁটু পানি হঠাৎ এত গভীর হলো কীভাবে? বুঝতে পারিনি। প্রিয় তিন ভাই-বোনকে হারালাম।
রোববার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টায় গজারিয়া বালুয়াকান্দিতে তাদের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবার দুটিতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারীতে ভারী হয়ে উঠেছে গোটা এলাকা।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’