প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ইং।। ৩১শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৪ঠা জিলহজ্জ, ১৪৪২ হিজরী।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঈদ উল আজহার আগে ও পরে স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। তবে, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে বাংলাবাজার ঘাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ড. রহিমা খাতুন তার নিজ সভাকক্ষে সিদ্ধান্ত শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
এসময় তিনি বলেন, গত ঈদ-উল-ফিতর এ অতিরিক্ত যাত্রীর বহনে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি হয়। পরে ফেরিতে দুর্ঘটনায় মারা গেছে আরও ৫ জন। সেই পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবারের ঈদ- উল- আযহায় কঠোর অবস্থানে প্রশাসন।
সভায় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, আনসার বাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা অংশ নেয়।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।