প্রকাশিত : বৃহস্পতিবার,১৫ অক্টোবর ২০২০ইং ।। ৩০শে আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২৮শে সফর,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : করোনাসহ অন্যান্য চিকিৎসাসেবা দিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অন্তত ১০০টি অত্যাধুনিক ভেন্টিলেটর দিবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভেন্টিলেটর মেশিন ও গ্যাস অ্যানালাইজার মেশিন হস্তান্তর অনুষ্ঠান ও বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
জাহিদ মালেক বলেন, ‘আমেরিকা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। দেশের যেকোনো দুর্যোগে পাশে দাঁড়িয়েছে। এবারের কভিড-১৯ মোকাবিলা করতেও আমেরিকা নানা খাতে সার্বিকভাবে সহায়তা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী কয়েকদিনের মধ্যেই কভিডসহ অন্য চিকিৎসাসেবা দিতে অন্তত ১০০টি নতুন ও অত্যাধুনিক ভেন্টিলেটর বুঝিয়ে দিবে দেশটি।’
বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে অংশ নেন আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমসহ অন্য কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন দেশটির ডিপার্টমেন্ট অব স্টেটের ডেপুটি সেক্রেটারি স্টেফেন এডওয়ার্ড বাইগান, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আর্ল আর মিলারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রীর কাছে দুইটি অতি উন্নত গ্যাস অ্যানালাইজার মেশিন হস্তান্তর করেন মার্কিন ডেপুটি সেক্রেটারি স্টেফেন এডওয়ার্ড বাইগান ও বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আর্ল আর মিলার।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’