প্রকাশিত : বুধবার, ১জুলাই ২০২০ইং ।। ১৭ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাইসহ শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদঘাট পয়েন্টে যমুনার পানি ৮ সেন্টিমিটার বেড়ে মঙ্গলবার বিকালে বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
পানিবৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে মেলান্দহ উপজেলার মাহমুদপুর, দুরমুঠ, নাংলা, কুলিয়া, ফুলকোচা ও ঝাউগড়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা দিয়েছে। সবমিলিয়ে জেলায় ৩৮টি ইউনিয়ন ও ৫টি পৌরসভার আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বিভিন্ন সড়কে পানি উঠায় দুর্গত এলাকায় ব্যহত হচ্ছে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা। দুর্গত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে পাট, আমনের বীজতলা, আউস ধান, সবজিসহ অন্তত ১০ হাজার হেক্টর জমির ফসল।
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত মানুষদের জন্য এখন পর্যন্ত ৬০ মেট্রিক টন চাল ও নগদ ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে দুর্গত মানুষের মাঝে এসব বিতরণও করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..