ফ্রান্সে মহানবীর ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

0
18
ফ্রান্সে মহানবীর ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: সোমবার,২ নভেম্বর ২০২০ইং ।।১৭ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।।১৫ই রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : ফ্রান্সে মহানবীর অবমাননা ও ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার হাঁসাড়া বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ হাঁসাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে সোমবার হাঁসাড়া এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে ব্যানার ফেস্টুন নিয়ে ইমাম উলামা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মুফতি আবুল খায়ের, সভাপতি হাঁসাড়া ইউনিয়ন শাখা।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা ইউনুস কাশেমী, সাধারণ সম্পাদক শ্রীনগর থানা শাখা মানববন্ধন পরিচালনা করেন মুফতি জসীমউদ্দিন, হাফেজ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, মুফতি শহিদুল ইসলাম কোষাধ্যক্ষ, মুফতি আলীমুদ্দীন শিক্ষাসচিব লস্করপুর আজিজিয়া দারুল উলূম মাদ্রাসা। মানববন্ধনে আলোচনা পেশ করেন মুফতি দ্বীন মুহাম্মদ, হাফেজ মাওলানা মনির হোসেন, হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, জাহেদুল ইসলাম মাঝি, মোরশেদ আলম মাষ্টার আলমপুর ওয়াসিম মাষ্টারসহ প্রমুখ।
এ সময় বক্তারা ফরাসি সব পণ্য বয়কট ও ইসলাম বিদ্বেষী সব চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহবান জানান। #

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন